দুবাইয়ের প্রিন্সের অকাল মৃত্যু
সুরমা টাইমস ডেস্কঃ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন দুবাইয়ের প্রিন্স শেখ রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। তিনি ছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জ্যেষ্ঠ পুত্র। তবে দেশটির ক্রাউন প্রিন্স ছিলেন তার ছোট ভাই শেখ হামদান। শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেখ রশিদ ছিলেন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বড় স্ত্রীর বড় সন্তান। খেলাধুলার প্রতি তার ছিল ভীষণ আগ্রহ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিনি ছিলেন খুবই দক্ষ। তার মৃত্যুতে দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।