হবিগঞ্জে অটোরিকশা শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশ ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবল হালিম (৪৫) । মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হাফিজপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সৈয়দ মনিরুজ্জামানের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। সকাল ১১টার দিকে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে মহাসড়কে চলাচল করতে নিষেধ করে পুলিশ। এ সময় আটককৃত সিএনজি চালকরা ঈদ পর্যন্ত মহাসড়কে চলাচলের অনুমতি আছে বলে দাবি করে। এ প্রেক্ষিতে পুলিশ অনুমতিপত্র দেখতে চাইলে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
সিএনজি চালিত অটোরিকশা আটকের খবর মিরপুর বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছলে ৩০/৩৫ টি অটোরিকশাযোগে শ্রমিকরা লাঠি-সোটা হাতে নিয়ে হাফিজপুরে গিয়ে পুলিশের উপর হামলা চালায়। শ্রমিকদের এই মারমুখী অবস্থা দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।