খাসদবিরে চুরি ডাকাতি বন্ধে এলাকাবাসীর ১০ পদক্ষেপ

Khasdobirসুরমা টাইমস ডেস্কঃ নগরীর বৃহত্তর খাসদবীর এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। চুরি-ডাকাতি বন্ধ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসী ১০টি পদক্ষেপ গ্রহণ করেছেন। রবিবার রাত ৯টা থেকে চারঘন্টাব্যাপী বৈঠকে এলাকার প্রবীণ ও তরুণদের সমন্বয়ে অনুষ্ঠিত এ পদক্ষেপগুলো নেয়া হয়। সভায় ঘন ঘন চুরি ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন ওঠে। অপরাধী সম্পর্কে তথ্য দেয়ার পরও পুলিশ কার্যকর ব্যবসা না নেয়ায় বৈঠকে উপস্থিত এলাকার লোকজন উদ্বেগ প্রকাশ করেন।
এলাকাবাসীর নেয়া পদক্ষেপগুলো হলো- ১. এলাকায় শক্তিশালী পঞ্চায়েত কমিটি গঠন। ২. কমিউনিটি পুলিশিং জোরদারকরণ। ৩. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাথে যোগযোগ রক্ষা। ৪. পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত বৈঠক। ৫. স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। ৬. রাত ১টার পর এলাকায় চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ। ৭. বিভিন্ন পয়েন্টে ব্যারিয়ার নির্মাণ। ৮. নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধি। ৯. এলাকার সকল কলোনির তালিকা প্রস্তুত। ১০. এলাকার বাসার ভাড়াটেদের তথ্য সংরক্ষণ।
মানিক মিয়ার সভাপতিত্বে এবং মো. জয়নাল মিয়া ও আবদুল হাদী উজ্জলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলী আহমদ দবির, এমএ মুগনী খোকা, মো. মখলিছ উদ্দিন, ফজলুল করিম খান, রিমাদ আহমদ রুবেল, মো. শফিক মিয়া, আবদুস শহীদ, তেরাব আলী, মকসুদ মিয়া, ভোলাই মিয়া, পিন্টু আহমদ, মমতাজুল করিম খান, জাকির হোসেন, ফরিদ আহমদ, গোলাম কাদের চৌধুরী, মামুন আহমদ, গাজী বোরহান, তাহের খান, রেজাউল করিম রাজু, এনায়েতুল করিম, শাফি আহমদ, মাহবুবুল আম্বিয়া, মো. আবুল কাশেম জুবের, মোস্তফা আহমদ, মো. আবদুল বাছিত প্রমুখ।