শাহজালালের ওরস থেকে ৫ ছিনতাইকারি আটক
সুরমা টাইমস ডেস্কঃ হযরত শাহজালাল (রহ.) এর ওরসের প্রথম দিনেই ৫ ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। এরা প্রত্যেকেই সক্রিয় ছিনতাইকারী বলে জানিয়েছে কর্তব্যরত পুলিশ সদস্যরা । শুক্রবার রাতে দরগাহ এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো রিপন পাল, আলম মিয়া, রুম্মান ইসলাম, রাজু মিয়া, শাহনুর।
এর মধ্যে আটককৃত শাহনুরকে তিনশত ষাট আওলিয়া ভক্ত ও আশেকান পরিষদের নেতা শেখ মখন মিয়া ছাড়িয়ে নিয়ে যান।