সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সুরমা টাইমস ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে বিকট শব্দে লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি আরো জানান, আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য কাজ করছে।