সিলেটের ৬ এজেন্সী সহ ওমরাহ ভিসা বন্ধের জন্য দায়ী ৬৯ এজেন্সির তালিকা প্রণয়ন
সুরমা টাইমস ডেস্কঃ এবারের রমজানে বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ওমরাহ ভিসা বন্ধের জন্য দায়ী ৬৯ হজ এজেন্সির তালিকা তৈরি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ হজ মিশন, সৌদি আরব ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ৬৯টি হজ এজেন্সিকে চিহ্নিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরব সরকার ইতিপূর্বে সে দেশে ওমরাহ পালনের জন্য আগ্রহী বাংলাদেশিদের ভিসা বন্ধের জন্য হজ/ওমরাহ এজেন্সি এবং অবৈধভাবে অবস্থানকারী ওমরাহযাত্রীদের দায়ী করেছে। বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২৮ মে ও ১৬ জুন সৌদি হজ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে দায়ী এজেন্সি এবং অবৈধভাবে অবস্থানকারী ওমরাহযাত্রীদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু বিগত আড়াই মাসেও সৌদি আরব থেকে এর কোন জবাব পাওয়া যায়নি বলে জানা গেছে।
এ অবস্থায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধের জন্য দায়ী ৬৯ হজ এজেন্সির তালিকা তৈরি করে ১৮ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু কেন এ তালিকা পাঠানো হলো সে সম্পর্কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৪ পৃষ্ঠার পত্রে কিছুই বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওমরাহ ভিসা বন্ধের জন্য দায়ী ৬৯ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যই এ তালিকা পাঠানো হয়ে থাকবে।
অভিযুক্ত ৬৯টি হজ এজেন্সির নাম ও ঠিকানাঃ
মেগাটপ ট্রাভেল ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, পুরানা পল্টন, ঢাকা, রয়েল এয়ার সার্ভিস সিস্টেম, নয়াপল্টন, ঢাকা, টাইমস এভিয়েশন সিস্টেম লিমিটেড, গুলশান এভিনিউ, ঢাকা, মুনা ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড, নয়াপল্টন, ঢাকা, গোল্ডেন বাংলা ট্যুরস এন্ড ট্রাভেলস, নয়াপল্টন, ঢাকা, ফ্লাই হোম ট্রাভেলস লি., কাকরাইল, ঢাকা, খাদেম এয়ার সার্ভিস, নয়াপল্টন, ঢাকা, রওশন ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, দিলকুশা, ঢাকা, জেমিনি ট্রাভেলস লিমিটেড, নয়াপল্টন, ঢাকা, আল নুর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, ফকিরাপুল, ঢাকা, এলাইট ট্রাভেলস, তালতলা, সিলেট, হাশেম এয়ার ইন্টারন্যাশনাল, নয়াপল্টন, ঢাকা, মাসুদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, পুরানা পল্টন, ঢাকা, সবুজবাংলা ইন্টারন্যাশনাল, রিয়াজউদ্দীন বাজার, চট্টগ্রাম, গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কোতয়ালী, চট্টগ্রাম, মারুফ ট্রাভেলস, নয়াপল্টন, ঢাকা, ইউনাইটেড স্টারস ট্রাভেলস, নয়াপল্টন ঢাকা, কেএসপি ট্রাভেলস, মতিঝিল, ঢাকা, রাব্বানী ওভারসিজ সার্ভিস, জিন্দাবাজার, সিলেট, এডমিরি এয়ার ট্রাভেলস লিমিটেড, তেজগাঁও, ঢাকা, থ্রি স্টার ট্রাভেলস, স্টেশন রোড, চট্টগ্রাম, আনজান এয়ার ট্রাভেলস, পুরানা পল্টন, ঢাকা, ইজি ওয়ে ট্রাভেলস কাকরাইল, ঢাকা, মল্লিক ট্রাভেলস ইন্টারন্যাশনাল, মতিঝিল, ঢাকা, টপকন ওভারসিজ লিমিটেড, ফকিরাপুর, ঢাকা, এভিয়া ওভারসিজ লিমিটেড, মতিঝিল, ঢাকা, কনকর্ড ইন্টারন্যাশনাল, কোতয়ালী, চট্টগ্রাম, বাংলাদেশ ওভারসিজ সার্ভিস, জিন্দাবাজার, সিলেট, গলফ ট্রাভেলস এন্ড ট্যুরস, ফকিরের পুল, ঢাকা, আলহাজ ট্রাভেল ট্রেড, উত্তরা, ঢাকা, পারাবাত ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড, পুরানা পল্টন, ঢাকা, এয়ার এক্সপ্রেস ইন্টারন্যাশনাল, পুরানা পল্টন, ঢাকা, এম এম আর এভিয়েশন, ফকিরেরপুল, ঢাকা, এমপি ট্রাভেলস লিমিটেড, মতিঝিল, ঢাকা, লাব্বাইক ওভারসিজ লিমিটেড, মতিঝিল, ঢাকা, উইংস ট্রাভেলস এন্ড ট্যুর লিমিডেট, মতিঝিল, ঢাকা, ওয়েসিস এয়ার সার্ভিস, নয়া পল্টন, ঢাকা, সিটি নিয়ন ট্রাভেলস, ফকিরাপুল, ঢাকা, এভারগ্রিন ট্রাভেলস এন্ড ট্যুরস, নয়াপল্টন, ঢাকা, রাজশাহী ট্রাভেলস এন্ড ট্যুরস, তোপখানা রোড, ঢাকা, হাসিম ওভারসিজ, চকবাজার, চট্টগ্রাম, ইস্টার্ন ট্রাভেলস, মুরাদপুর, চট্টগ্রাম, ফারহান এভিয়েশন সার্ভিসেস, নয়াপল্টন, ঢাকা, কানিজ ট্রাভেলস, আম্বরখানা, সিলেট, লর্ড ট্রাভেলস, ডিআইটি এক্সটেনশন রোড, ফকিরাপুল, ঢাকা, মদিনা এয়ার ট্রাভেলস লিমিটেড, গুলশান, ঢাকা, মিমস ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড তোপখানা রোড, ঢাকা, শরিফ এয়ার সার্ভিস লিমিটেড, শান্তিনগর, ঢাকা, সিটি ওভারসিজ, জিন্দাবাজার, সিলেট, সুহাদা ট্রাভেলস এন্ড ট্যুরস, পুরানা পল্টন, ঢাকা, স্টার হলিডেজ, পুরানা পল্টন, ঢাকা, এম এস লাকি ওভারসিজ, ফকিরেরপুল, ঢাকা, এয়ার ট্যুর ইন্টারন্যাশনাল, মতিঝিল, ঢাকা, আল মদিনা ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, ফকিরাপুল ঢাকা, নাহার ইন্টারন্যাশনাল, স্টেশন রোড, চট্টগ্রাম, আল্টানটিক ট্রাভেলস ইন্টারন্যাশনাল, জিন্দাবাজার, সিলেট, বেঙ্গল ট্রেড এন্ড ট্যুরিজম লিমিডেট, সেগুনবাগিচা, ঢাকা, আইসিও ইন্টারন্যাশনাল, ফকিরেরপুল, ঢাকা, ইকরা এয়ার সার্ভিসেস, বনানী, ঢাকা, আল আরাফাহ ওভারসিজ, মতিঝিল, ঢাকা, রাজন ওভারসিজ লিমিটেড, ফকিরেরপুল, ঢাকা, আল সুবহানী ইন্টারন্যাশনাল, ফকিরেরপুল, ঢাকা, শিরিনী ট্যুরস এন্ড ট্রাভেলস, কাকরাইল, ঢাকা, হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস, নাছিরাবাদ, চট্টগ্রাম, আফতাব ট্রাভেলস এন্ড ট্যুরস, নয়াপল্টন, ঢাকা, মেরিডিয়ান এয়ার সার্ভিস, ফকিরাপুল, ঢাকা, কুমিল্লা ট্রাভেলস, ফকিরাপুল, ঢাকা, সুরেশ্বর ট্রাভেলস, বিজয়নগর, ঢাকা এবং পার্পেল এভিয়েশন সিস্টেমস, গুলশান-১, ঢাকা।