গোপনে খালেদার জন্মদিনের কেক কাটলো ছাত্রদল
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় তারা কেক কেটে খালেদার জন্মদিন পালন করে। রাত সাড়ে ১২টায় মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। এছাড়াও জন্মদিনরে কেক কাটার দুটি ছবিও পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কেক কেটে জন্মদিন পালনের কথা বলা হলেও নগরীর কোথায় এ অনুষ্ঠান হয়েছে তা বলা হয়নি।
এ ব্যাপারে জানতে ছাত্রদলের একাধিক নেতার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা সভাপতি সাইদ আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগরের সহ- সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধরী মো. সুহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধরী, জেলা ছাত্রদলের সিনয়র যুগ্ম-সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ছাত্রদল নেতা সৈয়দ সরওয়ার রেজা প্রমুখ।