ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের ৭ম তম মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে ৭ম তম মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সনদ বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাটের শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও তাদের মেধা বিকাশের মাধ্যমে প্রতি বছর বৃত্তি প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের আর্তিক সহায়তা এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে মুজম্মিল আলী ট্রাষ্টের ভূয়শি প্রসংশা করে বলেন, ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল হোসেন সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও কানাইঘাটের শিক্ষার প্রচার-প্রসারে যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তা অত্যন্ত প্রসংশনীয়। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের সু-নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারিগরি শিক্ষার উপর গুরুত্ত্বারূপ করেন। ট্রাষ্টের উপদেষ্টা ৭নং বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে এবং ট্রাষ্টের জেনারেল সেক্রেটারী মখলিছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, শিক্ষানুরাগী লোকমান আহমদ, বড়দেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি সদস্য রফিক আহমদ, শিক্ষক নেতা মাসুক আহমদ, নুরুল আম্বিয়া। স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল কাদির জিলানি, ট্রাষ্টের টেজারার ইমরান হোসেন শিমুল প্রমুখ। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তাদের বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রাথমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড কিন্ডারগার্টেন ও হাইস্কুল পর্যায়ে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় ক্র্যাস্ট প্রদান করা হয়।