আস্তে চালারে ভাই, ও মাই গো- আমিনো পড়িজাইয়ার!
সুরমা টাইমস ডেস্কঃ আস্তে চালারে ভাই ও মাই গো, আমিনো পড়িজাইয়ার!… কিন্তু চালক কি আর এই কথা শুনে…? সে তার গতিতেই সিএনজি চালাতে থাকে, এই কথাগুলো বলছিলেন সিএনজির এক জনৈক যাত্রী। প্রায় ৩ কিলোমিটার এভাবেই পার করেন সিএনজির পিছনে দাড়ানো এই যাত্রী।
রবিবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের মিনাজপুর নামকস্থানে একটি সিএনজি অটোরিক্সা আউশকান্দিগামী মৌলভীবাজার (থ- ১২-১৫২৮) এর পিছনে দাড়িয়ে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন এই যাত্রী।
এমন চিত্র স্থানীয় সাংবাদিকদের নজরে পড়লে অবাক করে ফেলে। তবু সেই সুযোগ কি সাংবাদিকরা ছাড়তে রাজি, কখনো নয়। সাথে সাথেই সাংবাদিকদের ক্যামেরায় বন্ধী হয় এমন আশ্চর্য্যজনক দৃশ্য। সাংবাদিকদের উপস্থিতিত আচ করতেই সুচতুর চালক বেচারা যাত্রীকে মাঝ পথে নামিয়ে দিয়েই দ্রুত চলে যায়।
তবে, এখানে প্রশ্ন উঠেছে, মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার পরেও যাত্রীসহ পিছনে দাড়ানো ব্যাক্তিকে নিয়ে কিভাবে বহন করে? অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেলেন জনৈক যাত্রী রমিজ উল্লাহ।