ফেসবুকে ছবি দেয়া নিয়ে বিয়ানীবাজারে পরস্পরকে ছুরিকাঘাত করলো দুই ছাত্র!
সুরমা টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার কলেজের দুই ছাত্র ফেসবুকে একটি ছবি আপলোড করা নিয়ে বিতর্কের জের ধরে পরস্পরকে ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাতে আহত দুই কলেজ ছাত্র হচ্ছেন রেজওয়ান আহমদ (২০) ও আবদুল হাছিব (২০)। তারা উভয়ই কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, সোমবার দুপুরে বিয়ানীবাজার কলেজে ফেসবুকে একটি ছবি আপলোড দেয়া নিয়ে রেজওয়ান ও হাছিবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয়ই পরস্পরকে ছুরিকাঘাত করেন। পরে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, আবদুল হাছিব বিয়ানীবাজার উপজেলার নবাং গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্যদিকে রেজওয়ান আহমদ একই উপজেলার জলঢুপ গ্রামের চুনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে।