ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক ঘোষণা শাস্তিযোগ্য অপরাধ
সুরমা টাইমস ডেস্কঃ অন্য ধর্মাবলম্বী কাউকে ‘নাস্তিক’ হিসেবে ফতোয়া দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ধর্মের নামে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো, ধর্মকে অসম্মান করা যাবে না মর্মে আইন কার্যকর হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষনা দিয়ে সোমবার দেশটির নতুন ওই আইন কার্যকর করেছে। বক্তৃতা, সামাজিক গণমাধ্যম এবং যেকোনো ধরণের অনলাইন মিডিয়ার কর্মকাণ্ড এই আইনের আওতায় আসবে। মুক্তমনাদের সুরক্ষায় এই আইন তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
ওই আইনে, অপরাধের জন্য ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২ মিলিয়ন দিরহাম জরিমানারও বিধান রাখা হয়েছে। আইনে ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের কারনে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণকেও অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আরব দেশগুলোতে চরমপন্থী বিভিন্ন সংগঠন বিশেষ করে আইএস এর কার্যক্রমের লাগাম টানতে ওই আইন প্রবর্তন করা হয়েছে বলে জানা গেছে।