ঘন্টা ব্যাপী কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কানাইঘাট : নিহত-১, ২ হাজার বাড়ীঘর বিধ্বস্থ
কানাইঘাট প্রতিনিধি ঃ গত রবিবার রাত পোনে একটার দিকে কানাইঘাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে কানাইঘাটের বিভিন্ন এলাকা। প্রায় ১ ঘন্টা ব্যাপী দ্রুত গতির এ কালবৈশাখী ঝড়ে ঘরের চালার নিচে চাপা পড়ে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির গোরকপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী আলফাতুন নেছা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অন্যদিকে শতাধিক লোকজন আহত এবং প্রায় ২হাজারের অধিক আধাপাকা ঘর বিদ্ধস্থ, শত শত ঘরবাড়ীর আংশিক ক্ষতিসহ হাজার হাজার গাছপালা ভেঙে উপড়ে পড়ায় পুরো উপজেলায় বৈদ্যুৎ সংযোগ বিচ্ছিন রয়েছে। বিভিন্ন স্থানে বৈদুতিক লাইন ছিড়ে পড়ায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে ২-৩দিন সময় লাগবে বলে পল্লীবিদ্যুৎ অফিস- ২ সূত্রে জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়র জানান, কালবৈশাখী ঝড়ে তাদের স্ব স্ব ইউনিয়নের শত শত ঘরবাড়ী বিধ্বস্থ, গাছপালা উপড়ে পড়ে এবং সবজি বাগান, বুরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অন্তত ১০কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। কালবৈশাখী ঝড়ে দিঘীরপার পূর্ব, কানাইঘাট পৌরসভা, সাতবাঁক ইউপি, কানাইঘাট সদর ইউপি, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, ৭নং বাণীগ্রাম, ৮নং ঝিংঙ্গাবাড়ী ইউপির বেশিরভাগ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে যোগাযোগ হলে তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর তালিকা তৈরির কাজ চলছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাদের এলাকার ক্ষয়ক্ষতির কথা আমাকে জানিয়েছেন। বিষয়টি আমি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি।