যৌন হয়রানী : কদমতলীতে ৩ জনেক গণপিটুনি
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে ৩ যুবককে উত্তম-মাধ্যম দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে কদমতলী এলাকায় তাদের আটক করে গণধোলাই দেওয়া হয়। এরা হচ্ছে, সিলেট সদর উপজেলার টুকেরবাজারের কালিগাও গ্রামের এরশাদ আলীর ছেলে বর্তমানে ঝালোপাড়ার বাসিন্দা জুবের, ঝালোপাড়ার বুলু মিয়ার ছেলে টমটম চালক শিব্বির আহমদ ও দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের সমছু মিয়ার ছেলে দোকান কর্মচারি সম্রাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে প্রায়ই ছাত্রীদের উত্যক্ত করে তারা। গতকাল বিকালে ছাত্রীদের উত্তক্তকারী জুবের, শিব্বির ও সম্রাট ছাতীদের বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় তারা বলে আজ ওর বাড়ি ছিনে গেলাম। কিন্তু পূর্ব থেকে কদমতলী এলাকার লোকজন তাদের ধরার জন্য প্রস্তুত ছিলেন। ওই সময় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেন। আর কোনদিন এমন কাজ করবে বলে প্রতিজ্ঞা করলে আটককৃতদের তাদের অভিবাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।