মৌলভীবাজারে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী-কন্যার‘র খোঁজ মিলেনি দীর্ঘ ২০ দিনেও
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে এক কন্যা সন্তানসহ নিজের ছেলে বয়সী প্রতিবেশি ছেলের হাত ধরে গত ২৫ জুন বিকালে পালিয়ে যাওয়া সৌদি প্রবাসীর স্ত্রী লাভলি (৩৫) ও কন্যা শিশু তাম্মি বেগম (৪)এর খোঁজ মিলেনি দীর্ঘ ১৯দিনেও। লাভলি পালিয়ে যাবার পর সন্ধেহের তীর বসে প্রতিবেশী ছেলে মোঃ জিলাল মিয়ার উপর। এ ঘটনায় লাভলির মা রুনা বেগম সৌদি প্রবাসী মোঃ খসরু মিয়ার গচ্ছিত নগদ ২লক্ষ টাকা, ৬ ভরি স্বর্নালংকার সহ মৃল্যবান জিনিষপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে প্রতিবেশী মোঃ আব্দুর রহিম বলই‘র পুত্র মোঃ জিলাল মিয়া (২৪), হেলাল মিয়া (৩৫), জলাল মিয়া (২১) ও মৃতঃ ফরিদ মিয়ার পুত্র আব্দুর রহিম বলইকে বিবাদী করে মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডায়েরী নং- ১১৭৬, তারিখঃ ২৯/০৬/১৫ইং) দায়ের করলে পুলিশ অপহারক জিলাল মিয়ার ভাই মোঃ আলাল মিয়া (২৭) কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেন। অপরদিকে একই ঘটনায় সৈৗদি প্রবাসী মোঃ খসরু মিয়ার পক্ষে তার মা খয়রুননেছা বেগম গত ১ জুলাই মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (নং- ৪৩২/২০১৫ইং) পালিয়ে যাওয়া পুত্র বধু লাভলি বেগমসহ একই ব্যক্তিদ্বয়কে আসামী করে মামলা দায়ের করলে আদালত মামলাটি ১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে প্রেরন করেন। জানা যায়- আকবর পুর গ্রামের মৃত আঞ্জব উল্লার পুত্র সৌদি প্রবাসী খসরু মিয়া প্রতি বছর স্ত্রী সন্তানদের নিয়মিত দেখা শুনা সহ তার জীবনের সকল অর্থ স্ত্রী লাভলির কাছে গচ্ছিত রাখতেন। একে একে লাভলি নিজের আকের গোছাতে থাকে এবং খসরুকে ভুল বুঝিয়ে পরিবারের বৃদ্ধ মা ও ভাই বোনদের কাছ থেকে দুরে সরিয়ে রাখার চেষ্টা অব্যাহত রাখে। অপরদিকে লাভলি পার্শ্ববর্তী ছেলে বয়সের ছেলে জিলাল‘র সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। একদিন পরিবাবের লোকজন লাভলি-জিলাল ২জনকে অসামাজিক কার্যাকলাপের অভিযোগে হাতে নাতে আটক করে উত্তম মধ্যম দেয়া হয়। সে ঘটনায় প্রবাসীর পরিবার পরিবাবের সম্মান রক্ষার স্বার্থে কেহ কোন প্রকার আইনী প্রদক্ষেপ গ্রহন না করে উভয় পরিবারের লোকজনদের মাধ্যমে তা সমাধান করা হয়। সেই ক্ষোভ থেকেই জিলাল লাভলিকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যপারে জানতে চাইলে লাভলির মা রুনা বেগম (৬০) পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করে জানান- আমি বাদী হয়ে জিলালকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় পুলিশ তার ভাই আলালকে আটক করেছে। সৈৗদি প্রবাসীর মা খয়রুননেছা এ প্রতিবেদককে জানান- বাবা ছেলের বউ জিলাল এর হাত ধরে ছলে যাওয়ায় আমার পরিবারের মান সম্মান মাটিতে ধুলিসাৎ করে দিল। এখন আমার অবুঝ নাতনীকে ফেরৎ ছাই। জিলাল-লাভলি একই জায়গায় আমার নাতনীকে নিয়ে আতœগোপনে রয়েছে। তাদের মোবাইল (০১৯৮৩-৫৪৬৬৫৬, ০১৭৪৫-৯০০৬৬৭) ফোনটা ও সছল রয়েছে। জিলাল এর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। তাদেরকে পুলিশ প্রশাসনের মাধ্যমে নিয়মিত জিঙ্গাসাবাদ করলে নাতনীকে উদ্ধার করা সম্বব। পুলিশ প্রশাসন, র্যাব,সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করে শিশু কন্যা তাম্মিকে উদ্ধার ও পুত্র বধুকে আইনের আওতায় এনে দ্রুত তাদের শাস্তি দাবী করেন।