১২ জুলাই ২৪ রমজান রোববার মালঞ্চ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির ইফতার মাহফিল
প্রধান অতিথি শমসের মুবীন চৌধুরী বীর বিক্রম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর আহ্বায়ক কমিটির এক জরুরী সভা গতকাল শনিবার নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১২ জুলাই ২৪ রমজান নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবেক পররাষ্ট্র সচিব বীর মুক্তিযোদ্ধা শমসের মুবীন চৌধুরী বীর বিক্রম। এছাড়াও মাহফিলে বিএনপি আরো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় ইফতার মাহফিলকে সফল করার জন্য মহানগর বিএনপির সকল সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত্ সাদেক, আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দীকি, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সিটি কাউনিন্সলার সৈয়দ তৌফিকুল হাদী, ডা: নাজমুল ইসলাম, আব্দুল জব্বার তুতু, এম.এ রহিম, এমদাদ হোসেন চৌধুরী, মুকুল মোর্শেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন নাযিলের মাস হল পবিত্র রমজান। তাই আত্মশুদ্ধির এই মাসে সিলেট মহানগর বিএনপি সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উক্ত মাহফিল সফল করতে হবে। বিজ্ঞপ্তি