২১শে ফুটসাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন
সুরমা টাইমস স্পোর্টসঃ সিলেট স্যাটেলাইট দর্শক ফোরামের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল বুধবার শিবগঞ্জ ফরহাদ খাঁ পুল সংলগ্ন মাঠে সম্পন্ন হয়। বুধবারের ১ম খেলায় মিলন একাদশ ২-০ গোলে ইসাত একাদশকে পরাজিত করে। ফোর জিদান স্পোটিং ক্লাব সর্বশেষ খেলায় ৩-১ গোলে ম্যান সিটি স্পোটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।
খেলায় ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলেন সুচিত্র চৌধুরী বাবলু এবং সহকারী ম্যাচ রেফারীর দায়িত্বে ছিলেন শামীম ও আশরাফ। খেলায় মিডিয়া পার্টনারের দায়িত্বে রয়েছে সিলেট ভিউ টুয়েন্টি ফোর ডটকম। খেলায় সিলেট স্যাটেলাইট দর্শক ফোরামের আহ্বায়ক খালেদ আল-আমিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসরুর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ড. এম. এ. শহীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ডাক্তাররা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকি। কিন্তু চিকিৎসার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চিকিৎসা সেবায় প্রদানের লক্ষ্যে এরকম উদ্যোগ ইতিহাসের পাতায় অবিস্মরনীয় হয়ে থাকবে। আমি মানব সেবা প্রদানের জন্য অনেক উদ্যোগ দেখেছি কিন্তু এরকম উদ্যোগ এই প্রথম দেখলাম। তাই আমি আয়োজকদেরকে এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলম ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী ও শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী (আলম)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমদ জাকির, সুমন আহমদ, আব্দুর রশিদ, আব্দুল খালিক, সোহাগ আলম, আব্দুস সালাম, মাহফুজ মুন্না, আরিফুজ্জামান রিপন, মোহাম্মদ আব্দুছ ছামাদ, মুকিত তুহিন প্রমুখ। এছাড়া ২১শে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সমুদয় অর্থ শাহীন আহমদ এবং মোঃ জামিল সরকার এই ২জন ক্যান্সার আক্রান্ত রোগীর সেবায় প্রদান করা হবে। সিলেট স্যাটেলাইট দর্শক ফোরামের পক্ষ থেকে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী ২১/০৩/২০১৪ইং তারিখে সেমি-ফাইনাল খেলা দেখার জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।