আদর্শ সমাজ গঠনে সিয়াম সাধনার শিক্ষাকে কাজে লাগাতে হবে :অধ্যক্ষ আব্দুল হান্নান
আজ দিকে দিকে শ্রমিকেরা নিজেদের অধিকার বঞ্চিত। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটেও পাচ্ছেনা ন্যায্য পারিশ্রমিক। অথচ হাদিসে সুস্পষ্ট বলা হয়েছে যে, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিতে হবে। চলমান সমাজের এই বঞ্চনা প্রতিরোধে দরকার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। সেই স্বপ্ন নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিক মজলিস। লক্ষ্য একটি কোরআন বিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তাই আসুন সবাই মিলে শ্রমিক মজলিসের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখি। গতকাল ০১লা জুলাই বুধবার সিলেট মহানগর শ্রমিক মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট খেলাফত মজলিসের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হান্নান উপরোক্ত কথাগুলো বলেন। নগর সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সেক্রেটারি কামরুজ্জামান লিটন ও সাংগঠনিক সম্পাদক আহমদ মাসুমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী, স্টার লাইট স্কুল এন্ড কলেজের শিক্ষক জি.এম খালেদ, ছাত্র মজলিস সাবেক সিলেট পশ্চিম জেলার সেক্রেটারী মোঃ আব্দুর রহিম, গোলাপগঞ্জ পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি শহিদ আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাও: আফতাব উদ্দিন নোমানী, ১৭নং ওয়ার্ড সভাপতি সমসুল হক, ১৮নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুনায়েদ আহমদ, ছাত্র মজলিস দক্ষিন সুরমা উপজেলা সভাপতি শামসুজ্জামান, সেক্রেটারি রায়হান হোসেন, গোয়াইনঘাট উপজেলার সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, জাকির হোসেন, জগলুল আহমদ, নোমান আহমদ, জুবায়ের আহমদ, কুনু মিয়া প্রমূখ।বিজ্ঞপ্তি