যমুনা সেতুতে ট্রেন লাইনচ্যুত, আহত ১০
সুরমা টাইমস রিপোর্টঃ বঙ্গবন্ধু যমুনা সেতুতে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়ে বিজের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার রাত সোয়া এগারটার দিকে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ব্রিজের সাত নং পিালারের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা শুরু করতে ঢাকা পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন। সেতু পশ্চিম থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।