বিশ্ব রক্তদাতা দিবসে এক ব্যাগ রক্ত দিয়ে প্রতিশ্রুতি দিলেন এমপি কেয়া চৌধুরী
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা রক্তদান ও সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল রবিবার রেডক্রিসেন্ট কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও সাইফুর রহমান খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সোয়েব আহমদ, হাফিজ রুমেল চৌধুরী প্রমুখ।
বিশ্ব রক্তদাতা দিবস অনুষ্ঠানে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন দেশজুড়ে প্রতিদিন বিভিন্ন গ্রুপের অনেক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। বিশেষ করে ও নেগেটিভ, বি নেগেটিভ ও এ নেগেটিভ গ্রুপের রক্ত যাদের, তাদের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। প্রতিদিন সুস্থ রক্তের চাহিদা মেটাতে প্রয়োজন আপনাদের তাৎক্ষণিক সহায়তা। রক্তদানের মাধ্যমে আপনি বহু জীবন রক্ষা করতে পারেন, কিছু মানুষের জীবন বদলে দিতে পারেন, এবং মানবতার সেবায় আপনার এ অবদান আপনাকে দেবে পরিতৃপ্তি। রক্তদানের কারণ যাই হোক না কেন, আমরা চাই আপনি আপনার সাধ্য অনুযায়ী রক্ত আমাদের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে দান করে দেশের সাধারণ ও মুমূর্ষু মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং কেয়া চৌধুরী প্রতিশ্রুতি দিয়ে বলেন আজ আমি এক ব্যাগ রক্তদিয়ে শুরু করব রক্তের সাহায্যর পথচলা তাই তিনি প্রতি ৩ মাস পরপর সিলেট রেডক্রিসেন্ট এ রক্ত দেওয়ার ধারাবাহিক প্রতিশ্রুতি দেন। এর পাশাপশি তিনি রেডক্রিসেন্টের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন । বিজ্ঞপ্তি