শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহি বাস ও মটরসাইকেল এর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউছুবপুর এলাকায় রাবার অফিসের সামনে। নিহতরা হলেন মৌলভীবাজার সদও উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত গনি মিয়ার পুত্র সুলেমান মিয়া (৩০) একই গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মিলাদ মিয়া (২৬) ও ডোমাই মিয়ার পুত্র ফয়জুল হক (৩০)। নিহতরা সবাই মটরসাইকেল আরোহী। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়. মৌলভীবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস ওই এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মিলাদ নামের একজন ও শ্রীমঙ্গল হাসপাতালে নেওয়ার পথে অপর ২জন মারা যায়। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল থেকে মোটর সাইকেল যোগে এই ৩ ব্যক্তি মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি ইছবপুর এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গলগামী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।