অবশেষে সেই পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি
সুরমা টাইমস ডেস্কঃ বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচীতে পুলিশের হামলার ঘটনায় নায়েক আনিসকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্তে একটি কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার সন্ধ্যায় মহানগর পুলিশের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত ডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবাদকারীদের সাথে দুর্বব্যহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশের কয়েকটি ব্যারিকেড পেরিয়ে কীভাবে মিন্টো রোডে মন্ত্রিপাড়ায় পৌছল তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।