কমিটি ভেঙ্গে দেওয়ার গুঞ্জন : শনিবার মাঠে নামছে সিলেট ছাত্রদল
সুরমা টাইমস ডেস্কঃ ৩ মাসের ব্যর্থতাকে আড়াল করার জন্য শনিবার বিকাল ৩ টায় মাঠে নামছে সিলেট ছাত্রদলের নতুন কমিটি। জানা যায়, গত ৫ই জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসের মধ্য দিয়ে বিএনপি ২য় দফা সরকার বিরোধী আন্দোলন শুরু করে। এ আন্দোলনে সিলেট ছাত্রদলের নতুন কমিটির সর্বক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতা প্রমাণিত হয়। তাই শনিবার তারা নিজেদের অস্থিত্ব জানান দিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে ২য় দফা আন্দোলনে যেসব জেলা গুলোতে আন্দোলনে ছাত্রদলের কমিটি ব্যর্থ হয়েছে সেসব জেলাগুলো চিহ্নিত করে কেন্দ্রীয় ছাত্রদল ভেঙ্গে দেওয়ার পরিকল্পনা করছে বলে একটি সূত্রে জানা যায়।
তবে গত বছর ১৭ই জুন সিলেট ছাত্রদলের নতুন কমিটি ঘোষনার পর ছাত্রদলের বড় একটি অংশ বিদ্রোহ ঘোষনা করে। বর্তমানে বিদ্রোহী এই অংশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়। কেননা গত আন্দোলনে হামলা-মামলা ও পুলিশি হয়রানির শিকার সহ্য করে তারা পুরোপুরি সফল না হলেও এ আন্দোলনে তাদের ভূমিকা ছিল সক্রিয়। তাই নতুন কমিটি ভেঙ্গে দেওয়া হচ্ছে এই আভাস পেয়ে বিদ্রোহী নেতা-কর্মীদের মধ্যে এক অন্য রকম আমেজ বিরাজ করছে।