উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ১০
সুরমা টাইমস ডেস্কঃ ঢাকার বনানী সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের গুলিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে বনানীর ইকবাল টাওয়ার এলাকায় অবৈধ মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ীরা বাধা দিলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যাযয়ে ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ গুলি চালালে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, কেনো নোটিশ না দিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। তারা আরো অভিযোগ করেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গুলি চালায়।
বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) ফরিদা পারভীন জানান, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত নিয়ে অবৈধ মার্কেট উচ্ছেদ করার জন্য গেলে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মতো আহত হয়েছে। আহত কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে থানায় কিছু জানানো হয়নি। ম্যাজিস্ট্রেট অভিযানে যাওয়ার সময়ই কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে নিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ