“মধুচন্দ্রিমার সুখ নিতে দলিতদের বাড়ি যান রাহুল”

রাহুল সম্পর্কে অশালীন মন্তব্য, রামদেবের বিরুদ্ধে এফআইআর

ramdevসুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ শালীনতার সব সীমা ছাড়িয়ে গেলো রামদেবের মন্তব্য। রাহুল গান্ধীর নামে অশালীন মন্তব্য করে আবারো সংবাদের শিরোনামে যোগ গুরু বাবা রামদেব। সোনিয়া পুত্র রাহুল গান্ধী হানিমুন আর পিকনিকের জন্যে দলিতদের বাড়িতে যান- লখনউতে কংগ্রেসের সহসভাপতির নামে এই আপত্তিজনক মন্তব্য করলেন রামদেব।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সরাসরিই প্রচারণায় নেমেছেন এই যোগগুরু। রামদেবের মতে তিনি ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি স্বইচ্ছাতেই ‘ফকির’।- তাঁদের অবস্থা মোটেও রাহুল গান্ধীর মত নয়। যিনি বিয়ে করার জন্য কোনও মেয়েই খুঁজে উঠতে পারেননি। শালীনতার সব সীমা অতিক্রম করে রামদেবের মন্তব্য ‘রাহুল কোনও দেশি মেয়েকে বিয়ে করতে চান না। যদিও হানিমুন আর পিকনিকের জন্য দলিতদের বাড়ি যেতে তিনি যথেষ্ট পছন্দ করেন।’
তবে এটুকুতেই থেমে যাননি এই বিতর্কিত যোগগুরু। গান্ধীদের ব্যক্তিগত পরিসরে নাক গলিয়ে তাঁদের প্রতি আরও অসম্মানজনক বিতর্কিত মন্তব্য করেছেন। রামদেবের মতে, সোনিয়া গান্ধী মনে করেন বিদেশী কাউকে বিয়ে করলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তাই নাকি কংগ্রেস সুপ্রিমো আগে ছেলেকে প্রধানমন্ত্রীর বানিয়ে তারপর বিয়ে দিতে চান।
এদিকে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার লখনউতে রামদেব কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেন।
রামদেব বলেন, সোনিয়া পুত্র কংগ্রেস সহ সভাপতি হানিমুন এবং পিকনিক করতে দলিতদের বাসায় যান। শালীনতার সব সীমা ছাড়িয়ে যায় রামদেবের এই মন্তব্য। রাহুল গান্ধীর নামে অশালীন মন্তব্য করে আবারো সংবাদের শিরোনামে যোগ গুরু বাবা রামদেব।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সরাসরিই প্রচারণায় নেমেছেন এই যোগগুরু।
রামদেবের মতে তিনি ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি স্বইচ্ছাতেই ‘ফকির’।- তাঁদের অবস্থা মোটেও রাহুল গান্ধীর মত নয়। যিনি বিয়ে করার জন্য কোনও মেয়েই খুঁজে উঠতে -পারেননি।-
শালীনতার সব সীমা অতিক্রম করে রামদেবের মন্তব্য ‘রাহুল কোনও দেশি মেয়েকে বিয়ে করতে চান না। যদিও হানিমুন আর পিকনিকের জন্য দলিতদের বাড়ি যেতে তিনি যথেষ্ট পছন্দ করেন।’
তবে এটুকুতেই থেমে যাননি এই বিতর্কিত যোগগুরু। গান্ধীদের ব্যক্তিগত পরিসরে নাক গলিয়ে তাঁদের প্রতি আরও অসম্মানজনক বিতর্কিত মন্তব্য করেছেন।
রামদেবের মতে, সোনিয়া গান্ধী মনে করেন বিদেশী কাউকে বিয়ে করলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তাই নাকি কংগ্রেস সুপ্রিমো আগে ছেলেকে প্রধানমন্ত্রীর বানিয়ে তারপর বিয়ে দিতে চান।
যদিও পরবর্তীতে ক্ষতি পুষিয়ে দিতে রামদেব বলেন, আমি কাউকে দুঃখ দেয়ার জন্যে কিছু বলি নাই। যদি দলিত সম্পর্কিত মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি।’
এর আগে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় রামদেবের সংগঠনটি বিজেপির ইয়োগা ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে রামদেব বলেন, ‘আমার সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এটি কোনো রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত হয় না। এখানে কাউকে জোর করে বিজেপিতে যুক্ত করা হয় না।’