আদালতের নির্দেশে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন স্থগিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নবীগঞ্জ ১৩ নং এলাকার পরিচালক নির্বাচন গতকাল বৃহস্পতিবার চলমান অবস্থায় বেলা সোয়া ৩ টার দিকে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নবীগঞ্জ,হবিগঞ্জ এর বিচারকের আদেশ বলে স্থগিত করেছেন নির্বাচন কমিশন।
সুত্রে জানাযায়, ৬টি ইউনিয়ন (পৌরসভাসহ) নিয়ে গঠিত হবিগঞ্জের পল¬ী বিদ্যুত সমিরি ১৩ নং নির্বাচনী এলাকা। সমিতির বিধি মোতাবেক হবিগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ গত ১১ নভেম্বর ২০১৩ইং তারিখে ওই এলাকার নির্বাচনের তফশীল ঘোষনা করেন। তফশীল ঘোষনার পর সমিতির গ্রাহক মোঃ আক্তার হোসেন টিটুকে বেআইনীভাবে নির্বাচন করতে না দেওয়ায় গত ৫ই মার্চ হবিগঞ্জ সহকারী জজ আদালত নবীগঞ্জে স্বত্ব মামলা ২৬/১৪ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পূর্বে টিটু যথা নিয়মে হবিগঞ্জ পল¬ী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানাজার বরবাবরে লিখিত আবেদন প্রেরন করেন এবং উকিল নোটিশ করেন। পল¬ীবিদ্যুত কর্তৃপক্ষের কোন সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে আদালতের শরনাপন্ন হন। কয়েক দফা শোনানী শেষে গতকাল বুধবার রাতে নির্বাচন স্থগিতের আদেশ দেন বিজ্ঞ বিচারক। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। বেলা সাড়ে ১১ টায় কোর্টের নিষেধাজ্ঞার একটি কপি মামলার বাদী রিটানিং অফিসার মনোয়ার হোসেনের কাছে প্রদান করলেও তিনি কোর্টেও লোক আসার দোয়াই দিয়ে নির্বাচন চালিয়ে যান। বেলা সোয়া ৩ টায় বিজ্ঞ সহকারী জজ আদালতের একটি আদেশ কপি স্বত্ব মামলা নং ২৬/১৪ইং কেন্দ্রে পৌছার পর রির্টানিং অফিসার উপস্থিত সাংবাদিকদের সামনে নির্বাচন স্থগিতের ঘোষনা দেন। এ ব্যাপাওে মামলার বাদী আক্তার হোসেন টিটু জানান, কোর্টেও আদেশের কপি নিয়ে রির্টানিং অফিসারের কাছে যাওয়ার সময় তার উপর প্রার্থী ফারুক আহমেদের লোকজন হামলা চালিয়ে আদালতের আদেশের কপি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে হবিগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান,আইনী লড়াইয়ের মাধ্যমে পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।