যৌতুকের দাবীতে হামলা : স্ত্রী-শ্বশুর আহত
কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে যৌতুকের দাবীতে স্বামীর বাড়ির লোকজনের হামলায় স্ত্রী ও শ্বশুর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর (শ্রীগড়) গ্রামে এ ঘটনা ঘটে।কমলগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর (শ্রীগড়) গ্রামের মুহিম মালাকারের ছেলে মধু মালাকার (২২) এর সাথে ৩ বছর পূর্বে একই গ্রামের সুধাময় মালাকারের মেয়ে নমিতা মালাকার (২১) এর বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর স্বামী, ভাসুর, ননদ, শ্বশুড়-শ্বাশুড়ি নমিতা মালাকারকে তার পিতার কাছ থেকে যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে অসহায় গরীব পিতা সুধাময় মালাকার কন্যার সুখের জন্য তার জামাতা মধু মালাকারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। গত ১৩ এপ্রিল রাতে যৌতুকের বাকী টাকার জন্য স্বামী মধু মালাকার স্ত্রীকে শারিরিক নির্যাতন করে বাড়ির বাইরে বের করে দেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিতা সুধাময় মালাকার তার মেয়ে নমিতাকে নিয়ে মুহিম মালাকারের বাড়ির উঠানে পৌছালে মহিম মালাকারের হুকুমে স্বামী, ভাসুর, ননদ, শ্বাশুড়ি মিলে তাদের উপর হামলা চালায়।
আহত নমিতা ও তার পিতা সুধাময় মালাকার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গৃহবধু নমিতা মালাকার বাদী হয়ে শুক্রবার সন্ধার পর স্বামী মধু মালাকার, ভাসুর মুকুন্দ মালাকার, শ্বশুড় মুহিম মালাকার, শ্বাশুড়ি কারু রানী মালাকার ও ননদ পঞ্চমী রানী মালাকারকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেনে।কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জিয়াউর রহমান লিখিত এজাহার পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।