বলাউড়ায় সড়ক দুর্ঘনায় একই পরিবারের তিনজন নিহত
cidentসুরমা টাইমস ডেস্কঃ বলাউড়ায় সড়ক দুর্ঘনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিলেট সদর উপজেলার শিবেরবাজারের রামাকান্দি গ্রামের মৃত ভক্ত চন্দ্র বিশ্বাসের ছেলে কৃষ্ণ চন্দ্র বিশ্বাস (৫০), তার মেয়ে সুজিতা রানী বিশ্বাস (২০) ও মৃত মহেশ চন্দ্রের ছেলে রমেশ চন্দ্র বিশ্বাস (৩৫)। নিহত রমেজ নিহত কৃষ্ণ চন্দ্রের ভাতিজা।
সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা (সিলেট-থ-১২৫২০২) সিএনজি অটোরিকশা সিলেটের জালালাবাদ থানা এলাকার বলাউড়া বাংলা বাজারে পৌছামাত্রই বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুই যাত্রী সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার জাঙ্গাইল গ্রামের ওয়ারিছ মিয়া (৬০) ও একই গ্রামের আবুল হোসেন (৩২) আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরি শেষে লাশগুলো মর্গে প্রেরণ করা হয়েছে।