টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া : গুলি
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর টিলাগড় এলাকায় সিলেট ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু এবং ছাত্রলীগ নেতা জাহাঙ্গির গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে টিলাগড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামীলীগ নেতা রঞ্জিত সমর্থিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গির গ্রুপের নেতাকর্মীরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে টিলাগড় এলাকায় অবস্থান করছে এমন খবরে কাউন্সিলর আজাদ সমর্থিত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতা কর্মীরা ধাওয়া দেয় এবং এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সে সময় ২ রাউন্ড গুলাগুলির ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে জাহাঙ্গির গ্রুপের নেতাকর্মীরা পিছু হাটেন। পরে রাত ১১টার দিকে জাহাঙ্গির গ্রুপের নেতা কর্মীরা টিলাগড় এলাকায় আবারো অবস্থান নেয়।
সে সময় দু’গ্রুপের দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দেয়। তবে রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কাউকে আটক করেনি। পুলিশের সামনে চলে দু’পক্ষের অস্ত্রের মহড়া। এক পর্যায়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ছাত্রলীগের দু’গ্রুপের কর্মীদের সরিয়ে দেন।
ঘটনার শেষ খবর ১২টা পর্যন্ত কাউন্সিলর আজদ এবং রঞ্জিত সরকার দু’গ্রুপের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।
সূত্রে জানাগেছে, এমসি কলেজে নববর্ষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে ছাত্রলীগের হিরণ-জাহাঙ্গির গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনকে রাত ১১টা ৪৮ মিনিটে ফোন দেয়া হলে তিনি পরে ফোন দেন বলে ফোন কেটে দেন। এদিকে টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা রঞ্জিতের বাসায় হামলা চালায়। সেসময় রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ নেতা আকাশের মোটরসাইকেল অগ্নিসংযোগ করে টিলা গ্রুপ। এ রির্পো লেখা পর্যন্ত টিলাগড় এলাকায় উত্তপ্ত বিরাজ করছে।