যেকারণে হঠাৎ ভারতে হ্যাপী
সুরমা টাইমস ডেস্কঃ আগামী সপ্তাহে ভারত যাবেন ঢালিউডের সাড়াজাগানো আলোচিত নায়িকা নাজনিন আক্তার হ্যাপি। এক সপ্তাহের এই সফরে তার সঙ্গে আর কেউ থাকছে না। চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন। আর তাই চাই মানসিক প্রশান্তি। এজন্যই তিনি ভারতে যাচ্ছেন।
ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান তিনি দেখবেন এই সফরে। যার মধ্যে থাকবে কলকাতার কিছু স্থান, আগ্রার তাজমহল, কাশ্মীর এবং মুম্বাই।
হ্যাপি বলেন, ‘অনেক দিন ধরে আমার জীবনের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় যাচ্ছে। যার কারণে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছি। কোনো কাজ করতে গেলে মন বসছে না। তাই নিজেকে একটু রিফ্রেশ করার জন্যই আমার এই সফর। কারণ ভারত থেকে এসেই আমি নতুন একটি ছবিতে শুটিং শুরু করবো। নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং শুরু হবে আগামী ২৭ শে এপ্রিল।’