নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবাসংঘের উদ্যোগে রামকৃষ্ণ দেবের ১৮০ তম জন্মউৎসব পালিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮০ তম জন্ম উৎসব গতকাল রবিবার রাতে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল প্রকতকৃতি স্থাপন,জপধ্যান,মঙ্গলরাতি,পুজা ও ভোগরাগ,পদাবলী কীর্তন,আলোাচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান।উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি শিক্ষক রথীন্দ্র লাল দের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিক্ষক অনিমেশ চৌধুরীর পরিচালনায় এতে ঢাকা রামকৃষ্ণ মঠ ও আশ্রমের অধ্যক্ষ ধ্রুবেশানন্দজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,সিলেট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দনাথানন্দজী, ঢাকা রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ ম্বামী কৃপারুপানন্দজী মহারাজ,হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের যুগ্ম সাধারন সম্পাদক অজিত কুমার পাল,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবাসংঘের সাবেক সভাপতি জয়দেব দেব,সাবেক সাধারন সম্পাদক ডাঃ ননীগোপাল নাথ,পৌর কাউন্সিলর যুবরাজ গোপ। অনুষ্টানে স্বাগত উৎসব কমিটির আহবায়ক প্রমথ চক্রবর্তী বেনু। অনুষ্টানে উপস্থিত চিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও প্রেসকাবের সদস্য সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাবেক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ,ব্যাংক কর্মকর্তা অশোক তরু দাশ,পূন্যব্রত ধর,নারায়ন দাশ,অশোক সোম চৌধুরী,শিক্ষক প্রজেশ রায় নিতন,নিকুঞ্জ পাল নিখিল,জগদীশ দাশ,রমাপদ রায়,উৎপল চৌধুরী পান্না,হিমাংশু শেখর রায়,বিকাশ রায়,নৃপেন্দ্র পাল,অনজিত দাশ লিটন,নানু দাশ,মৃদুল কান্তি রায়,সুদিন দাশ,পরিতোষ দত্ত,উত্তম কুমার রায়,শিক্ষক লিটন দেবনাথ,দিপক পাল,নির্মলেন্দু দাশ রানা,লিটন রায়,অর্জুন দাশ,বিধু দাশ,রাজীব কুমার রায়, বিশ্বজিত বাগচী। পরে সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর,ফুলন সুত্রধর,গোপেশ চন্দ্র দাশ,সুবোধ দাশ,জয়িতা দাশ প্রমূখ। অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।