আনন্দলোক’র বর্ষবরণ উৎসব
আবহমান বাংলার হাজার বছরের চিরন্তন শ্বাশত মিলনোৎসব পহেলা বৈশাখে নববষর্কে বরণ করার জন্য রবীন্দ্রসঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দলোক প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করছে দিনব্যাপি বর্ষবরণ উৎসব ১৪২২। এবারের বর্ষবরণ উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজিত দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে একক ও সম্মেলক কণ্ঠে সংগীত, আবৃত্তি, নৃত্যসহ নানান অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সিলেটরে প্রখ্যাত শিল্পীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বর্ষবরণ উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দলোক’র পরিচালক রানা কুমার সিনহা। বিজ্ঞপ্তি