ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে মহেশ নাথ (৩৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোয়ালাবাজার ইউপির পশ্চিম ব্রা‏হ্মণগ্রামের কামিনি নাথের পুত্র। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে । সে সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। গতকাল বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওসমানীনগর থানার এসআই সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর মামলার সে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।