নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিনা মূল্যে কনডম বিতরন নিয়ে তোলপড় !
সুরমা টাইমস ডেস্কঃ “ছবি দেখে কিংবা খবরটি পড়ে অনেকেই বিব্রতবোধ করতে পারেন। কিন্তু বিব্রতবোধ করলেও এটাই সত্য । গতকাল North –South University র অয়োজনে একটি ফেয়ার হয়েছিল, এবং সেই ফেয়ারে ছেলে এবং মেয়েদের মাঝে বিনা মূল্যে কনডম বিতরন করা হয় ।”
গত বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে উপরের ছবি সহ খবরটি । কেউ কেউ ছবিটি ফটোসপে তৈরী বলে দাবী করলেও কেউ কেউ আবার এটিকে সত্য বলেই বিবেচনা করছেন। এই নিয়ে চলছে ফেসবুকে তোলপাড়। যারা বিষয়টিকে সত্য বলে মেনে নিচ্ছেন তাদের প্রশ্ন হল অবিবাহিত তরুণ তরুণীদের মাঝে ফ্রী কনডম বিতরণ করে কি ম্যাসেজ পৌঁছাতে চায় ফেয়ার আয়োজনের কর্তৃপক্ষ। আর কেনইবা তাদের মাঝে তা বিতরন করা হোল ?
কি লজ্জা ! কি অপমান ! কি অশ্লীলতা ! আজকে সমাজের নৈতিকতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে তারই ছোট একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশের মত একটি রক্ষণশীল দেশে অবিবাহিত তরুণ তরুণীর মাঝে এই ফ্রি কনডম বিতরন।”