দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আটক ২
udentসুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কাউছার মিয়া (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিক্সার আরো দুই যাত্রী। শনিবার (০৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে সিলেট-সুমাগঞ্জ বাইপাস সড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার মিয়া গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বলে জানান গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন চালক কাউছার।
এদিকে দুর্ঘটনার পরপরই জনতার সহায়তায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন- দুর্ঘটনা স্থলের পাশেই তেলিবাজার পয়েন্টে পুলিশ অবস্থান করছিল। তাই জনতার সহায়তায় পুলিশ ট্রাকের চালক হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।