গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ড এর উদ্যোগে গত ২৬ মার্চ ২০১৫ বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গনে ১৯৭১ সালে গোলাপগঞ্জ চৌমুহনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা জি এন চৌধুরী হুমায়ুনের সংগ্রহকৃত মুক্তিযুদ্ধের দূর্লভ বিভিন্ন চিত্রের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, সহকারী সাংগঠনিক কমান্ডার নায়েক আব্দুল মুহিত, গোলাপগঞ্জ পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কুতুব উদ্দিন খান, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মুতলিব, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোহাম্মদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সদস্য ও মানবাধিকার সংস্থা বাসকের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক গোলাম দস্তগির খান সামিন, সদস্য মোজাম্মিল আহমদ, বাবুল আহমদ, মোস্তফা ইমন, আলী আহমদ, সোহাগ আহমদ, কামরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি