জৈন্তায় শ্বশুর বাড়ির লোকজনের হামলায় জামাতা নিহত
সুরমা টাইমস ডেস্কঃ জৈন্তাপুরে শ্বশুর বাড়ির লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জমির আলী (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া গুচ্ছ গ্রামের জহুর আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।
নিহতের পরিবারের অভিযোগ গতকাল জমির আলী স্ত্রীকে আনতে একই গ্রামে শ্বশুর বাড়ি যায়। সেখানে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় শ্বশুর ও তার আত্মীয় স্বজন মিলে জমির আলীর উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবী তার উপর কোন হামলা করা হয়নি। তিনি স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
ওসি গোলক চন্দ্র বসাক জানান, বিষয়টি জটিল। ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছেনা। তবে জিজ্ঞাসাবাদের জন্য জমির আলীর শাশুড়ী সুফিয়া বেগম, খালা শাশুড়ী মহুয়া বেগমকে আটক করা হয়েছে।