মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ও আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সোমবার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার পাঁচ শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সেক্রেটারী জেনারেল হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী । গড়গাঁও সরকারী প্রথামিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল খানের সভাপতিত্বে ও মাদানিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট রামপাশা ইউপি শাখার সভাপতি মাওলানা আবদুর রহিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, রোকেয়া-আজিজ চ্যারিটেবল ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মো. আবদুল আজিজ, মাসিক আল-ফারুকের উপদেষ্টা সম্পাদক মাওলানা কবি মুসা আল হাফিজ, ভার্ড হাসপাতাল গোয়ালা বাজারের ইনচার্জ মো. মহি উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা বশির আহমদ, স্বাগত বক্তব্য রাখেন গড়গাঁও সবুজ সাথী সংঘের সভাপতি আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়ার সহকারি শিক্ষক মাওলানা বেলাল আহমদ, গড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বশির আহমদ, ফজর আলী, আবরুস আলী, লিয়াকত আলী, ছবির উদ্দিন, কামাল আহমদ, সাজু আহমদ, ফয়ছল আহমদ ও সালেহ আহমদ। বিজ্ঞপ্তি