অবরোধ ও হরতালের সমর্থনে নগরীতে সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল
সিলেট- ১৫ ফেব্রুয়ারী ২০১৫:- সিলেট বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিফতা সিদ্দিকী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান‘র নেতৃত্বে অবরোধ ও ৭২ ঘন্টার হরতালের সমর্থনে আজ রবিবার দুপুর ৩ ঘটিকার সময নগরী দরগাহ মহল্লা এলাকায় বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস হামজা, ছাত্রনেতা আসাদ আহমদ, আজাদ আহমদ, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, সাইফুল ইসলাম সেবুল, আলাউদ্দিন, মিজানুর রহমান মিশু, তৌহিদ হাসান লস্কর, রনি আহমদ, দুলাল আহমদ, প্রদয় দাস, খোকন আহমদ, আনোয়ার খান, ছাব্বির আহমদ, মুরসালিন আহমদ, আবুল মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি