কানাইঘাটে ২০ দলের বিক্ষোভ মিছিল
কানাইঘাট প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ২০ দলীয় জোট। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সামনে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা কামাল উদ্দিন, জামায়াত নেতা ডাঃ আব্দুর রকিব, উপজেলা শিবির নেতা শামিম আহমদ, জুবায়ের আহমদ ইউসুফ, নূমান আল মাদানী, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম আশিক প্রমুখ।