নবীগঞ্জে ইমা গাড়ীর চাপায় অজ্ঞাতনামা পাগলের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনার ব্রীজ নামক স্থানে যাত্রীবাহী ইমা গাড়ীর নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক পাগলের করুন মৃত্যু হয়েছে। তার পরিচয় জানাযায়নি।
গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি ইমা পরিবহনের গাড়ী উল্লেখিত স্থানে পাগলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মৃত্যুর খোলে ঢলে পড়ে। আশপাশের লোকজন আসার আগেই ঘাতক ইমা গাড়ী পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।