রোববার থেকে টানা ৭২ ঘন্টার সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল পালন করুন : মো: ফখরুল ইসলাম
সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী বাকশালী সরকার তাদের অবৈধ ক্ষমতার মেয়াদ পাকাপোক্ত করতে একের পর এক মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে। দেশব্যাপী গণগ্রেফতার ও দমন-পীড়ন চালিয়ে বিরোধী মুক্তিকামী জনতার জীবন-যাত্রা দুর্বিসহ করে তুলেছে। ২০ দলীয় জোট প্রধান বিএনপি চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করে আওয়ামীলীগ দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলংকজনক অধ্যায়ের সুচনা করেছে। এমন ন্যাক্কারজনক অমানবিক আচরণ কোন সভ্য সরকারের কাজ হতে পারে না। বিজয় না আসা পর্যন্ত সকল ষড়যন্ত্র নস্যাত করে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ২০ দলীয় জোট আহুত রোববার থেকে টানা ৭২ ঘন্টার হরতাল সর্বাত্মক ও শান্তিপুর্নভাবে সফল করে অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে হবে।
গতকাল শনিবার সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথাগুলো বলেন। ৭২ ঘন্টার সর্বাত্মক হরতাল পালনের জন্য পরিবহন মালিক, শ্রমিক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফুর্ত আন্দোলনে ভীত সন্ত্রস্থ অবৈধ সরকার তাদের অনিবার্য পতন ঠেকাতে নিষ্টুরতা ও নির্মমতার আশ্রয় নিয়েছে। কোন ষড়যন্ত্রই তাদের পতন ঠেকাতে পারবেনা। জনতা গর্জে উঠেছে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় এখন দ্বারপ্রান্তে। অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি