বিএনপি নেতা সাদেকের বাসায় তল্লাসী : জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ
সুরমা টাইমস ডেস্কঃ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজমল বক্ত সাদেক‘র জিন্দাবাজারস্থ বাসায় ব্যাপক তল্লাসী চালিয়েছে পুলিশ। জানা যায়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের লগো সংবলিত পোশাক পরিহিত অবস্থায় শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পুলিশের একটি টিম তার বাসায় তল্লাসী চালায় এবং পরিবারের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের ব্যাবহৃত গাড়ীতেও প্রেস লেখা ছিল।
এভাবে বাসা বাড়ীতে তল্লাসীর তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামছুজ্জামান জামান, এম এ মান্নান, ইমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিসে তল্লাসী চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রীক আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। বাংলাদেশের জনগণ বেগম জিয়ার নেতৃত্বে তাদের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে দিয়ে মাঠে নেমেছে, সেই দাবী পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফেরে যাবেনা। তাই বিরোধী দলের গণতান্ত্রীক আন্দোলনে বাধা প্রদান ও আজমল বক্ত সাদেকসহ বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসী বন্ধ করুণ। অন্যতায় আপনাদের জন্য কঠোর ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।