মিশরে পুলিশের গুলিতে ২০ বিক্ষোভকারী নিহত
সুরমা টাইমস ডেস্কঃ মিশরের রাজধানী কায়রোতে বিক্ষোভরত নাগরিকদের উপর পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে ২০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
২০১১ সালে গণঅভ্যুত্থানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করার চার বছর পূর্তি উপলক্ষে রোববার রাস্তায় নামে কয়েক হাজার মিশরীয় নাগরিক।
মিছিলের উপর পুলিশ গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বিক্ষোভের সময় এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। এতে এসব হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ অন্তত দেড়শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
এ বার্ষিকীর আগে থেকেই বড় বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বন্ধ করা হয়েছিল কায়রোর গুরুত্বপূর্ণ স্থানগুলো।