বিশ্বনাথে ছাত্রদল নেতাদের মামলা : বিএনপি ও সহযোগী সংগঠনের নিন্দা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে উপজেলা নব-গঠিত ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন ও সদস্য শেখ ফরিদ, খালেদ আহমদ, তারেক আহমদ খজিরসহ সকল ছাত্রদল নেতাদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিত্বে বলেন, ওয়ান ইলেভেনে পরীক্ষীত ছাত্রদলের দুঃসময়ের কান্ডারী শহীদ জিয়ার আদর্শের অগ্রসৈনিক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনের আপোষহীন ত্যাগী নেতাদের বিরুদ্ধে দলে থাকা আওয়ামীলীগের এজেন্ডরা ও দালালদের মিথ্যা দায়েরকৃত মামলা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়ন ও এম. ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন বেগবান করতে হবে। অভিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহার করার জোরদাবী জানান নেতৃবৃন্দ।
নিন্দাকারী হলেন-উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ লিটন সিকদার, আবদুল মুমিন কালু, জামিল আহমদ, দৌলতপুর ইউপি ছাত্রদল নেতা সি.এম সুজন, শাহ আলম, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আলী আহমদ আলী, আবদুল হালিম, মনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন রুবেল, আজিজুর রহমান, আফজল হোসেন, সুমন মিয়া, হোসেন আহমদ, ফখরুল ইসলাম, জিল্লুর রহমান, আখতার হোসেন, আলম হোসেন, আবদুর রব, এম সি কলেজ ছাত্রদল নেতা প্রভাত সরকার, জাহাঙীর আলম, অশিষ কুমার দে, মীর রুবেল, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আলী, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা আজাদুল ইসলাম বাদশা, শাহান আলী, শাহবুল ইসলাস, জিয়া সংসদ নেতা কবি এস.পি সেবু।