গোয়াইনঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫ ; পুলিশের গুলি
গোয়াইনঘাট প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পারিবারিক বিরোধের জের ধরে গোয়াইনঘাটের মিত্রিমহল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
জানা যায়, মিত্রিমহল গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মকবুল মিয়া ও আক্রম মিয়ার মধ্যে বাড়ির পার্শ্ববর্তী জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মিত্রিমহল গ্রামের লোকজন দু’ভাইয়ের পক্ষ নিয়ে বিভক্তি সৃষ্টি করলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ছাদিক মিয়া (২৫), সিরাজুল ইসলাম (৫০), সাজু আহমদ (৩৫), শামীমা বেগমকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শাহীন ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এ ঘটনা শালিসে নিষ্পত্তি করার লক্ষে বর্তমান ও সাবেক চেয়ারম্যান দায়িত্ব নেন।
এ ব্যাপারে সালুটিকর তদন্ত কেন্দ্রের এএসআই তাপস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।