দক্ষিণ সুরমার বড়ভাগা নদী রক্ষা না করলে ২০ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হবে

এলাকাবাসীর প্রতিবাদ সভা

BOROBAGA RIVER POISON PHOTO-29-05-14দক্ষিণ সুরমার বড়ভাগা নদীতে কলকারখানার বর্জ্য ফেলে দূষিত করার প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে গতকাল বৃহস্পতিবার উপজেলার বৈরাগীবাজারে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মশাহিদ আলীর সভাপতিত্বে এবং যুব সংগঠক শাহীন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব এস.এ ফয়ছল। তিনি বলেন, মানব সৃষ্ট শিল্প বর্জ্য নদীতে ফেলে আমাদের বড়ভাগা নদীকে দূষিত করা হয়েছে। ফলে এ নদী পাড়ে বসবাসকারী অন্তত ২০ হাজার মানুষের জীবন আজ হুমকির সম্মুখীন। অসহায় মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। মৎস্য ও প্রাণীকুল ধ্বংস হচ্ছে। তাই অবিলম্বে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুবল চন্দ্র পাল, সাবেক মেম্বার জি.এম জিন্নাহ চৌধুরী, সমাজসেবী হেলাল আহমদ, ক্বারী নেছার আহমদ, মাষ্টার আবুল হোসেন, কবি নুরুল ইসলাম, আনহার আলী, দুলাল আহমদ, মনছুর আজাদ, রমজান, চুনু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি