মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৯০ ব্যাচের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপী এসএসসি ১৯৯০ ব্যাচের রজত জয়ন্তী পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে ১০ জানুয়ারী। গতকাল ৯ জানুয়ারি নিজ বিদ্যাপিঠ প্রাঙ্গনে পতাকা উত্তোলনের পর প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে এসএসসি ১৯৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা রজত জয়ন্তীর কেক কাটেন। দু’দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের প্রাক্তন শিক্ষক সম্মাননা, বনভোজনসহ নানা আয়োজন।