মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শমশের মুবীন চৌধুরী সহ রাজবন্দীদের মুক্তি দিন : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান সিলেটের কৃতি সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মুবীন চৌধুরী বীর বিক্রমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সমশের মুবীন চৌধুরী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ বলেন, সরকার চলমান অবরোধ কর্মসুচী বানচাল করতেই একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। এভাবে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরদ্ধ অবস্থা থেকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি না দিলে চলমান আন্দোলন আরো বেগবান করা হবে। বিজ্ঞপ্তি