খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দূরে রাখা সম্ভব…মামুন রশীদ মামুন
জসিম উদ্দিনঃ কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মামুন রশীদ মামুন বলেছেন,খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দুরে রাখা সম্ভব,তরুণদের লেখাপড়ার পাশাপাশি মানসিকতার বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন আছে। আজকের তরুনেরা আগামী দিনে নেতৃত্ব দেবে দেশ ও জাতির। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে।তিনি বলেন,খেলাধুলার মাধ্যমে যে তরুণ বড় হবে, তার মানসিক ও শারীরিক পূর্ণতা অন্যদের থেকে আলাদা হবে। দেশের ফুটবল খেলা সহ ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে হলে গ্রামে গ্রামে ছাত্র যুবকদের নিয়ে ক্রীড়া ও সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। একাধিক সংঘটনের অংশগ্রহনে টুর্ণামেন্ট আয়োজন করে ক্রীড়া চর্চা চালু রাখলেই ফুটবল খেলার ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।বুধবার বিকেল ৩টায় কানাইঘাট ঐক্যমত ফাউন্ডেশন ক্লাব কর্তৃক আয়োজিত সীমাবাজার সংলগ্ন মাঠে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা ইলিয়াস আহমদের পরিচালনায় উক্ত টুর্নামেন্টে ফাইনাল খেলায় নির্ধারিত সময় এবং ট্রাইবেকারে গোল না হওয়ায় লটারীর মাধ্যমে ভাড়ারী মাটি স্পোর্টিং ক্লাব ঐক্যমত ফাউন্ডেশন ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত পুরষ্কারবিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ,বিশিষ্ট রাজনীতিবিদ আবু শহীদ সিকদার,তরুণ ছাত্রনেতা গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, তরুণ সমাজসেবী সৌদি প্রবাসী আব্দুল হান্নান,বিশিষ্ট মুরব্বী মনুফর আলী,তরুণ ছাত্রনেতা,জাকারিয়া আহমদ, আবুল হাসনাত সাজ্জাদ,ফয়ছল আহমদ, জুবের আহমদ, সৌদি প্রবাসী আশিক উদ্দিন, বিলাল উদ্দিন, ফয়েজ উদ্দিন, রহীম উদ্দিন, গিয়াস উদ্দিন,ফখর উদ্দিন, নাজিম উদ্দিন, জয়নাল,মিছবাহ,মানিক,জাবেদ,আলিম,জামাল প্রমুখ। খেলা শেষে বিজয়ী টিমকে একটি বাই সাইকেল ও রানার্স আপ দলকে ১৪ইঞ্চি ১টি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি মামুন রশীদ মামুন। এছাড়া কৃতী ফুটবলার,সাংবাদিক ও বিশিষ্টজনদের পুরস্কৃত করা হয়।