ইম্পেরিয়ার বাংলাদেশ এসোসিয়েশনের নব কমিটির শপথ গ্রহন সম্পন্ন
নাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ ইতালির ইম্পেরিয়ার বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এর নতুন কমিটির নিকট এসোসিয়েশনের দলিলাদি হস্থান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় একটি হলরুমে হাওলাদার আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নিবাচন কমিশনার মো জামাল উদ্দিন নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনে জয়ী সবুজ মামুন মিলন পরিষদের নিকট এসোসিয়েশনের দলিলাদি হস্থান্তর করেন। এছাড়া নব কমিটির ১৩ জনকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা ও আহবায়ক কমিটির প্রধান আইয়ুব আলী,সহযোগী নির্বাচন কমিশনার আব্দুল কাদের,মোশাররফ হোসেন,সহিদুল ইসলাম এবং এসোসিয়েশনের উপদেষ্টা মুক্তিযুদ্ধা আলী আকবর ডালি এসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ । উলেক্ষ যে নির্বাচনে কামরুল ইসলাম সবুজ ৫ ভোটের ব্যবধানে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া উনার প্যানেলের সাধারণ সম্পাদক ফকির আল মামুন পুনরায় সাধারণ সম্পাদক এবং সাং গঠনিক সম্পাদক এজাজ আল মিলন সহ ১৩ টি পদে ফুল প্যানেল নির্বাচিত হয়েছেন। পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে সভাপতি কামরুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক ফকির আল মামুন সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এসোসিয়েশনের কল্যাণে সকলকে নিয়ে একটি সুন্দর ভাবে পরিচালনা করার অঙ্গীকার করেন।